প্রবাস
যুক্তরাজ্য বিএনপি'র সংবাদ সম্মেলন
নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশের ডাক
লন্ডন প্রতিনিধি
(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। ১৫ই নভেম্বর বুধবার সন্ধ্যায় পূর্বলন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের সিলেকশনের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বলে দাবি করা হয়। জাতীয় নির্বাচনের তফসিলকে প্রহসনের তফসিল দাবি করে তা বাতিল ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ২১শে নভেম্বর মঙ্গলবার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় যুক্তরাজ্য বিএনপি।
বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন লন্ডনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ঘোষিত তফসিলের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এম এ মালিক ও কয়সর এম আহমেদ।