ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

রোগের নাম রেক্টাল ক্যান্সার

ডা. মোহাম্মদ তানভীর জালাল
২০ জুন ২০২২, সোমবার
mzamin

রেক্টাল ক্যান্সার একটি অত্যন্ত কমন ক্যান্সার। এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যান্সারের অন্যতম কারণ বয়স বৃদ্ধি। এ ছাড়া জীবনযাপন ও অল্প কিছু ক্ষেত্রে বংশগত কারণেও এই রোগ হয়। সাধারণত রেক্টাল পলিপ হতেই এ রোগের সূচনা হয়। সময়মতো পলিপ কেটে ফেল্লে পলিপ হতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ইহা ছাড়া আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ এর পরিণতি হিসেবেও এই ক্যান্সার হতে পারে। স্ক্রিনিংয়ের মাধ্যমে কার্যকরভাবে এই ক্যান্সারে মৃত্যুর হার কমানো সম্ভব। আর সেজন্য ৪০/৪৫ বছর বয়স থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত নিয়মিতভাবে স্ক্রিনিং চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।  

লক্ষণসমূহ:  ১. মলদ্বার দিয়ে রক্ত যাওয়া: পাইলস ছাড়াও কলোরেক্টাল ক্যান্সার, এনাল ফিসার, রেক্টাল পলিপ, আলসারেটিভ কোলাইটিস, ডাইভারটিকুলাইটিস রোগে রক্ত যেতে পারে।

বিজ্ঞাপন
লাল/তাজা রক্ত গেলে ন্যূনতম পরীক্ষা হচ্ছে Sigmoidoscopy, Altered blood (কালো রক্ত গেলে) Full colonoscopy পরীক্ষা করাতে হবে। রক্ত যাওয়া কলোরেক্টাল ক্যান্সার এর প্রধান দুইটি লক্ষণের একটি।  ২. মল ক্লিয়ার না হওয়া, মল অল্প অল্প করে ঘন ঘন যাওয়া, মলের সঙ্গে রক্ত বা মিউকাস বের হওয়া।  ৩. পায়খানার অভ্যাস পরিবর্তন: আগের অভ্যাস থেকে দুই সপ্তাহের বেশি সময় ধরে পায়খানার অভ্যাসে যেকোনো পরিবর্তন।  ৪. মল আটকে যাওয়া, পেট ফুলে যাওয়া ও ব্যথা হওয়া।  এই ধরনের উপসর্গ হলে দেরি না করে একজন অভিজ্ঞ সার্জন বা কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন।  

পরীক্ষাসমূহ:  মলদ্বার ও মলাশয় পরীক্ষা করে দেখবেন। প্রক্টোস্কপি বা কলোনস্কপি করে বায়োপসি নিতে হতে পারে।  ক্যান্সার পাওয়া গেলে এমআরআই, সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করে রোগের পর্যায় নিধারণ করে চিকিৎসা পদ্ধতি নির্ণয় করা হয়ে থাকে।  চিকিৎসা:  প্রাথমিক পর্যায়ে সরাসরি অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। রোগের পর্যায় এডভান্স হলে আগে কেমো ও রেডিওথেরাপি’র মাধ্যমে চিকিৎসা শুরু করে তারপর অপারেশন শুরু করতে হয়।  

লেখক: সহযোগী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারি বিভাগ)  কলোরেক্টাল, লেপারোস্কপিক ও জেনারেল সার্জন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।  চেম্বার: ১৯, গ্রীন রোড, এ. কে. কমপ্লেক্স, লিফট-৪, ঢাকা।  ফোন-০১৭১২৯৬৫০০৯

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status