অনলাইন
সিলেটে মোমবাতির প্যাকেট ১০০ টাকা, নৌকা ভাড়া ৩০ হাজার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(১ বছর আগে) ১৯ জুন ২০২২, রবিবার, ৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন
বন্যায় ভাসছে সিলেট। সিলেটের অর্ধেক এলাকা এখনো অন্ধকারে। মোবাইল নেটওয়ার্ক নেই। অবস্থা ভয়াবহ। এই আটকেপড়া মানুষজন পড়েছেন মহা বিপদে। রাতের অন্ধকারে আতঙ্কে কাটছে তাদের সময়। এই সুযোগে দোকানিরা মোমবাতির দামও বাড়িয়ে দিয়েছেন। ২৫ টাকার মোমবাতির প্যাকেট বিক্রি হচ্ছে ১০০ টাকায়। টাকা দিয়ে মানুষ মোমবাতি পাচ্ছেন না। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকার কারণে হারিকেনও কিনতে পাওয়া যাচ্ছে না।
এদিকে- নৌকা ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। নৌকা নিয়ে স্বজনরা আটকেপড়াদের তীব্র স্রোতের মধ্যে নিরাপদে আনার চেষ্টা করছেন। কিন্তু দুই ঘন্টার জন্য নৌকা ভাড়া চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। গোয়াইনঘাটের আব্দুল মোতালিব জানিয়েছেন- সকালে তিনি ৩৫ হাজার টাকায় নৌকা ভাড়া করে তার স্ত্রী ও সন্তানদের তিনদিন পর উদ্ধার করেছেন। উদ্ধারকাজে নৌকার সঙ্কট চলছে। সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশ নিজেদের স্পিডবোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ বাংলাদেশ এবং গণতন্ত্রের বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি ইতিহাসে অবমূল্যায়িত
অধ্যাপক আনোয়ার হোসেন/ মানুষ বলছে কিসের ভোট
ভারতীয় সংবাদমাধ্যমে নিবন্ধ/ নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]