কলকাতা কথকতা
ভারতের বিশ্বকাপ দলের শারদুল ঠাকুরের আয় কত?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৩, সোমবার, ১২:৩৪ অপরাহ্ন

ভারতের বিশ্বকাপ ক্রিকেট দলের ক্রিকেটার শারদুল ঠাকুরের মোট সম্পদ চোখ টাটাবে অবস্থান সম্পন্ন ব্যাবসায়ীদের। যদিও তার আয় অন্য ভারতীয় ক্রিকেটারদের তুলনায় কম। শারদুল ঠাকুরের অর্জিত সম্পদের পরিমাণ পঁচিশ কোটি রুপি। সেখানে বিরাট কোহলির সম্পদ ছাড়িয়ে গেছে হাজার কোটি রুপিকেও যা শারদুল ঠাকুরের থেকে অন্তত চল্লিশ গুনেরও বেশি। বিরাট কোহলি তো দূরের কথা, ভারতীয় দলের কণিষ্ঠ সদস্য ঈশান কিষানের পাটনায় আলিশান বাড়ি, গ্যারাজে দামি গাড়ির ছড়াছড়ি। কেরালার পালঘরের বাসিন্দা শারদুল নরেন্দ্র ঠাকুরের এই সব কিছুই নেই। আয় বলতে বোর্ড এর দেয়া এক কোটি রূপির রিটেনার ফিজ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর বার্ষিক দশ কোটি রূপির চুক্তি। এন্ডর্সমেন্ট তার পিছনে পিছনে দৌড়ায় না, মডেলিং এর চুক্তিপত্র পৌঁছায় না। স্ত্রী মিতালীকে নিয়ে যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকেন শারদুল। এই বছর ভারতের টেস্ট ক্যাপ পেয়ে তিনি বললেন, এতেই আমার সন্তুষ্টি। ভারতের প্রতিনিধিত্ব করছি তো!