বাংলারজমিন
হরতাল-অবরোধের প্রভাব
পর্যটকশূন্য কুয়াকাটা সমুদ্র সৈকত
(পটুয়াখালী) প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৩, বুধবারবিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটা সাগরতীরে অবস্থিত আবাসিক হোটেল সৈকতের ৪০টি কক্ষ। এর মধ্যে আজকের জন্য ৫টির বেশি কক্ষ বুকিং করেছিলেন পর্যটকরা। বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল টানা ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করায় ৫টি কক্ষের বুকিং বাতিল হয়েছে বলে জানান কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ মো. জিয়াউর রহমান। হঠাৎ রাজনৈতিক অস্থিরতায় পর্যটন মৌসুমের শুরুতেই হোটেল ব্যবসায় ধস নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ট্যুরিজমসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের মধ্যে এখন দেখা দিয়েছে হতাশা। পাশাপশি খুদে ব্যবসায়ীরা কাটাচ্ছেন অলস সময়। হোটেল সৈকতের পরিচালক শেখ মো. জিয়াউর রহমান বলেন, আমার হোটেলে মোট ৪০টি কক্ষ। পদ্মা সেতু উদ্বোধনের পর বৃহস্পতি, শুক্র ও শনিবারের জন্য চার-পাঁচ দিন আগেই ৭০ শতাংশ কক্ষ বুক হয়ে যেতো। কিন্তু চলতি সপ্তাহে বড় ধাক্কা খেয়েছি। এমন অবস্থা চললে হোটেল বন্ধ করতে বাধ্য হবেন।
এতে কর্মীরা কাজ হারিয়ে বিপাকে পড়বেন। একই অবস্থা কুয়াকাটার ১৮০টি হোটেলের। কুয়াকাটা গেস্ট হাউসের পরিচালক ও হোটেল কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোতালেব শরীফ জানান, আমার হোটেলে কক্ষ রয়েছে ২২টি, ৭০ জন লোক থাকতে পারে। হোটেল মালিক কর্মচারীদের বসিয়ে বেতন দিচ্ছেন। এ পরিস্থিতিতে বহু কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন। কুয়াকাটা স্থানীয় পর্যটনমুখী ব্যবসায়ীরা জানান, ভরা পর্যটন মৌসুমের এই তিন মাসে তাদের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে এ আশায় অপেক্ষা করে থাকেন। বর্তমানে তাদের সে আশার গুড়েবালি। রাজনৈতিক অস্থিরতার কারণে কুয়াকাটার পর্যটন শিল্পে ধস নামতে শুরু করেছে। কুয়াকাটা ট্যুরিজমের গাইড পরিচালক কে এম বাচ্চুু বলেন, ‘আমাদের এখানে ২০টি ট্যুরিজম বোট রয়েছে। প্রতিটি বোটের ৪০ জন স্টাফ আছে। বোট মালিকরা তাদের স্টাফদের বেতন কীভাবে দেবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এভাবে হরতাল চলতে থাকলে স্টাফদের ছাঁটাই করা হবে। সরকার ও বিরোধী দলকে সমঝোতার ভিত্তিতে বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানের অনুরোধ জানান কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কুয়াকাটা ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, দেশের পরিস্থিতির সঙ্গে কুয়াকাটার পর্যটন সম্পর্কিত। মৌসুমের শুরুতেই বড় ধাক্কা লেগে গেল।