শেষের পাতা
ডেঙ্গুতে একদিনে আরও ১৫ জনের প্রাণহানি
স্টাফ রিপোর্টার
৩ নভেম্বর ২০২৩, শুক্রবারডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণহানি হয়েছে। দেশে এ নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ জনে। এ সময়ে আরও ১ হাজার ৭২৮ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরে এ পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৯ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। মৃত ১ হাজার ৩৭০ জনের মধ্যে নারী ৭৮১ জন এবং পুরুষ ৫৮৯ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫৫৪ জন এবং রাজধানীতে ৮১৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। বর্তমান রোগীর চেয়ে আরও ১০ গুণ বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।
ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭২৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৭২৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৫০৮ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ২৬০ জন এবং নারী ১ লাখ ৯ হাজার ৫৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৩ হাজার ৩০০ জন।