ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

‘শিগগির সুখবর আসছে’, মেসির প্রো লীগে যোগ দেয়া নিয়ে স্কাই স্পোর্টসের সাংবাদিক

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১২:১০ অপরাহ্ন

mzamin

গত জুলাইয়ে পিএসজি ছাড়েন লিওনেল মেসি। তখন গুঞ্জন ওঠে, সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। এতে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির পুরনো দ্বৈরথ ফের শুরু হওয়ার সম্ভাবনা জাগে। তবে সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনা অধিনায়ক যোগ দেন মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। যদিও মেসির সৌদি আরব যাত্রার সম্ভাবনা এখনো মিইয়ে যায়নি। স্কাই স্পোর্টসের সাংবাদিক রুডি গালেত্তির দাবি, মেসিকে ভেড়ানোর চেষ্টা করছে সৌদি প্রো লীগের একটি দল।

মেজর লীগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি ইন্টার মায়ামি। আগামী ১৯শে অক্টোবর এমএলএস মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ‘পিংক ল্যাড’রা। প্লে-অফ খেলতে না পারায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ম্যাচ থাকবে না মায়ামির। অর্থাৎ, প্রায় চার মাস কোনো ব্যস্ততা নেই দলটির খেলোয়াড়দের। এই সুযোগেই মেসিকে ভেড়ানোর চেষ্টা করছে সৌদি প্রো লীগ।

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, মেসির সৌদি আরব গমনের সম্ভাবনার খবর দিয়েছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক রুডি গালেত্তি। তিনি বলেন, ‘(মেসিকে ভেড়ানো নিয়ে) অভ্যন্তরীণ কাজ চলছে। শিগগির সুখবর আসবে।’ ফুট মার্কেতোর বরাত দিয়ে স্পোর্ত জানিয়েছে, মেসিকে ছয় মাসের জন্য লোনে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে কোন দল সেই প্রচেষ্টা চালাচ্ছে, তা জানায়নি স্পোর্ত।

গত ২১শে জুলাই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির নৈপুণ্যে ইতোমধ্যে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা লীগস কাপ জিতেছে মায়ামি। তবে মেসিবিহীন মায়ামি পারেনি ইউএস ওপেন কাপ জিততে। এমনকি মেসির চোটের মধ্যে কিছু ম্যাচ হেরে এমএলএস কাপ প্লে-অফ থেকে ছিটকে যায় হেরনরা। 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status