খেলা
১০০০ গোলের অপেক্ষা নয়, মুহূর্তগুলো উপভোগ করার আহ্বান রোনালদোর
স্পোর্টস ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১১:১৯ পূর্বাহ্ন

এক বিশ্বকাপ বাদে ফুটবলের সম্ভব্য সবকিছু জেতা হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই পর্তুগিজ মহাতারকার হাজারজতম গোল প্রসঙ্গ। শুক্রবার সেদিকে আরও দুই ধাপ এগিয়েছেন সিআরসভেন। তার জোড়া গোলে ৩-১ স্কোরলাইনে ২০২১-এর পর প্রথমবার আল হিলালকে হারিয়েছে আল নাসর। রিয়াদ ডার্বিতে নিজের প্রথম জয়ের পর ভক্তদের উদ্দেশ্যে রোনালদো বললেন, হাজারতম গোলের অপেক্ষা নয়, এই মুহূর্তগুলো উপভোগ করতে।
২০২১-এর ডিসেম্বরের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ বার মুখোমুখি হয় আল নাসর ও আল হিলাল। এতদিন জয়ের মুখ দেখেনি নাসর। এদিন কিংডম অ্যারেনায় সে দু:খ ঘুচিয়েছে সফরকারীরা। বিরতির আগে যোগ করা চতুর্থ মিনিটে আলি আল হাসানের গোলে এগিয়ে যায় আল নাসর। মাঠে ফিরে দ্বিতীয় মিনিটেই নিজের প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬২তম মিনিটে এক গোল শোধ দেয় স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে পেনাল্টি পায় নাসর। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ৪০ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। এই জোড়া গোলে সৌদি প্রো লীগে রোনালদোর গোল হলো ৭০টি। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৩১টি।
হাজারতম গোলের মাইলফলকটি ছুঁতে দরকার আরও ৬৯ গোল। প্রায় প্রতি ম্যাচেই একটু একটু করে এগোচ্ছেন সিআরসেভেন। তাই তার ভক্ত-সমর্থক ও ফুটবলবিশ্বে যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি প্রচলিত, ‘হাজারতম গোল কবে হবে রোনালদোর?’ মাইলফলকে যেদিনই পৌঁছান, যদিও নাও পৌঁছাতে পারেন, সেসব নিয়ে মোটেই চিন্তা নেই এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তির। এদিন ম্যাচ শেষে যখন তাকে বলা হলো, ‘আপনি কি জানেন আপনার গোলসংখ্যা কতো? ১০০০ গোল হতে প্রয়োজন আর ৬৯ গোল’, রোনালদো একটু হেসে নিলেন। মাইক্রোফোনে বললেন, ‘আসুন আমরা বর্তমানের এই মুহূর্তগুলো উপভোগ করি। আমি ১০০০ গোল অনুসরণ করছি না। যদি হয় (হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া) তবে খুবই ভালো, না হলে কিছুই না।’ দ্বিতীয় সর্বোচ্চ ৫ বারের ব্যালন ডি’অর জয়ী যোগ করেন, ‘যেটি আসতে যাচ্ছে তা নয়, এই সময়টাই অধিক বিশেষ। আমি (ম্যাচের) সময়টা উপভোগ করেছি, অসাধারণ জয় ছিল। আল হিলালের বিপক্ষে জোড়া গোল করায় আমি অবশ্যই খুশি তবে ডার্বি জয় বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
যদিও এদিনের জয়ে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্টে টেবিলের তিনে আছে আল নাসর। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল হিলাল। এক ম্যাচ কম খেলা আল ইত্তিহাদ ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে।