খেলা
মাঠে ফিরছে প্রিমিয়ার লীগ
সুপার সিক্সে উঠবে কারা আর রেলিগেশন হবে কাদের
স্পোর্টস রিপোর্টার
৬ এপ্রিল ২০২৫, রবিবার
ঈদের ছুটি শেষে আজ মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। নবম রাউন্ডের প্রথম দিনে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া বিকেএসপি’র ৩ নম্বর মাঠে টেবিল টপার আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব খেলবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে।
গ্রুপ পর্বে ঈদের আগে হয়েছে ৮ রাউন্ড। যেখানে ৭ জয় নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ৬ জয় নিয়ে দুইয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমান জয় পেলেও রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে আছে মোহামেডান। সমান ৫ জয় নিয়ে ৪ নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ৫ নম্বরে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৬ নম্বরে থাকা লিজেন্ডস অফ রুপগঞ্জ ও ৭ নম্বরে থাকা গুলশান ক্রিকেট ক্লাবের জয় সমান ৪টি। ৮ নম্বরে থাকা ধানমন্ডির জয় ৩টি। আর ৯ ও ১০ নম্বরে থাকা ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের জয় সমান ২টি। ১ জয় সবার নীচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
লীগ পর্বে বাকি আর ৩ রাউন্ড। এই ৩ রাউন্ডেই নিশ্চিত হবে কারা খেলবে সুপার সিক্স পর্ব আর কারা রেলিগেটেড হবে। টেবিলের শীর্ষ দুই দল খেলবে সুপার সিক্স আর শেষ ৩ দল হবে রেলিগেটেড। সুপার সিক্সে ওঠার দৌড়ে আছে অন্তত ৭টি দল। ১০ নম্বরে থাকা ধানমন্ডিরও সুযোগ আছে, তবে সেটা ক্ষীন! তবে পারটেক্স ও শাইনপুকুরের রেলিগেশন প্রায় নিশ্চিত। পারটেক্স ২টি জয় আর শাইনপুকুর পেয়েছে ১ জয়। ব্রাদার্স ইউনিয়নেরও রেলিগেশন এড়ানো সহজ হবে না।
ইতিমধ্যে প্রথম বিভাগ ক্রিকেট থেকে আগামী বছরের প্রিমিয়ার লীগের জন্য কোয়ালিফাই করেছে সিটি ক্লাব ও লিওপ্যার্ড ক্রিকেট ক্লাব। এবার যে দুই দল প্রথম বিভাগে নেমে যাবে তাদের জায়গায় আগামী আসরের প্রিমিয়ার লীগে খেলবে তারা। চলতি লীগের লীগ পর্ব শেষে টেবিলের শেষ ৩ দল নিজেদের মধ্যে রবিন রাউন্ড লীগে খেলবে। সেখান থেকে শীর্ষ দল রেলিগেশন এড়াবে আর বাকি দুই দল প্রথম বিভাগ ক্রিকেটে নেমে যাবে।
৮ ম্যাচে ৭ জয় নিয়ে আবাহনী, মোহামেডান, ও গাজী ৬ জয় নিয়ে সুপার সিক্স আগেই নিশ্চিত করেছে। এদের মধ্যে মোহামেডান অবশ্য ঈদের আগেই বড় ধাক্কা খেয়েছে। নিয়মিত অধিনায়ক ও দলের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল ছিটকে গেছেন পুরো আসর থেকেই। অষ্টম রাউন্ডে হার্ট অ্যাটাক করেন এবারের লীগে দুই সেঞ্চুরি করা এই ওপেনার। আপাতত বাসায় বিশ্রামে আছেন তিনি, স্বাভাবিক জীবনে ফিরতেও লাগবে অন্তত ৩-৪ মাস। তার জায়গায় মোহামেডানকে নেতৃত্ব দিবেন তাওহীদ হৃদয়। আবাহনীর জন্য ভালো খবর পেসার রিপন মন্ডল ইনজুরি থেকে সেরে উঠেছেন। আজ শাইনপুকুরের বিপক্ষে খেলতে পারেন তিনি।
বাকি ৩টি দল, যেখানে লড়াই হবে ৫ জয় পাওয়া প্রাইম ব্যাংক ও অগ্রনী ব্যাংক আর ৪ জয় পাওয়া লিজেন্ডস অফ রুপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাবের। তবে এদের মধ্যে প্রাইম আর অগ্রনীই এগিয়ে থাকবে। সেক্ষেত্রে প্রাইম ব্যাংকের চ্যালেঞ্জটা বাকিদের চেয়ে কিছুটা কঠিন। তাদের প্রথম মোহামেডানের বিপক্ষে, পরের ম্যাচের প্রতিপক্ষ আবাহনী। এই দুই ম্যাচ জিতলে সুপার সিক্স প্রায় নিশ্চিত করে ফেলবে তারা। গুলশানের ম্যাচ বাকি ধানমন্ডি, শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের বিপক্ষে। ৩ দলের বিপক্ষে লড়াই হতে পারে সমানে সমান। তবে এই দৌড়ে সবচেয়ে সহজ পথ পাড়ি দিবে লিজেন্ডস অফ রুপগঞ্জ। শেষ ৩ রাউন্ডের তুলনামূলক দুর্বল দল, শাইনপুকুর, ব্রাদার্স ও অগ্রনী ব্যাংকের বিপক্ষে খেলবে। অগ্রনী বাদে বাকি দুই দল রেলিগেশন এড়াতে খেলবে শেষ ৩ রাউন্ড। গুলশানের এই চ্যালেঞ্জ কিছুটা মিশ্র- ধানমণ্ডি, শাইনপুকুর আর প্রাইম ব্যাংক শেষ ৩ রাউন্ডে তাদের প্রতিপক্ষ।