খেলা
‘কিপিং’ এগিয়ে দিচ্ছে অঙ্কনকে
স্পোর্টস রিপোর্টার
৬ এপ্রিল ২০২৫, রবিবার
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না লিটন কুমার দাস। একই সময়ে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার তাকে পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলে লিটনের জায়গা কে নেবেন টেস্ট দলে, এই প্রশ্ন এখন বাংলাদেশ ক্রিকেটের সবখানে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচকরাও একমত লিটনের জায়গায় অঙ্কনই হবেন সেরা পছন্দ।
লিটন পিএসএল খেলার অনাপত্তি পাওয়ার পর থেকেইও অঙ্কনকে নিয়ে আলোচনা শুরু হয়। এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছেন অঙ্কন। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয় তার। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেন ২৯ রান। লিটনের জ্বর হওয়াতেই তড়িঘড়ি করে তাকে চট্টগ্রামে উড়িয়ে নেওয়া হয়। আগের রাতে টিম হোটেলে পৌঁছে পরের দিনই মাঠে নামতে হয় এই উইকেটরক্ষক ব্যাটারকে।
এবার আরও একবার সেই লিটনের জায়গাতেই দলে ফিরছেন অঙ্কন। জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ অথবা আগামীকাল দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। তবে এর আগে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন অঙ্কনের দলে ফেরা নিয়ে নিশ্চিত করেছেন দৈনিক মানবজমিনকে। ব্যাটিং তো আছেই মূলত অঙ্কনের দলে ফেরার পথ সুগম করেছে উইকেটকিপিং। লিটন না থাকায় দুটো জায়গাতেই ফাঁকা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘সবাই অঙ্কনের ফেরা নিয়ে মোটামুটি একমত। কারণ, ওর ব্যাটিংয়ের সঙ্গে কিপিংও একটা বড় ফ্যাক্ট। মুশফিক (মুশফিকুর রহিম) এখন আর টেস্টে কিপিং করেন না। জাকের আলীকেও টেস্টে কিপিং করাতে খুব একটা আগ্রহী নয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমরা অঙনকেই সেরা চয়েজ মনে করছি। তবে কিছুই এখনও চূড়ান্ত নয়, দ্রুত হয়ে যাবে।’
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৭ ম্যাচ খেলেছেন অঙ্কন। যেখানে ৩০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২০৭৮ রান। ৩ সেঞ্চুরি আর ৯ হাফ সেঞ্চুরিও আছে তার। চলতি ডিপিএলেও ব্যাট হাতে ছন্দে আছেন এই তরুণ ব্যাটার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ৮ ম্যাচে ৩০৯ রান করেছেন অঙ্কন।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। চোটের কারণে ওই দলে ছিলেন না মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনই ফিরছেন জিম্বাবুয়ে সিরিজে। সেক্ষেত্রে বাদ পড়ছেন শাহাদাৎ হোসেন দীপু। ক্যারিবিয় দীপপুঞ্জে ৪ ম্যাচে ৭২ রান করেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া প্রথম টেস্টের পর পিএসএল খেলতে পাকিস্তান উড়াল দিবেন নাহিদ রানা। এই পেসারের জায়গায় বিকল্প হতে পারেন খালেদ আহমেদ। গুঞ্জন ছিলো অমিত হাসানকে নিয়ে। গেলো জাতীয় ক্রিকেট লীগে সর্বোচ্চ ৭৮৫ রান করেন তিনি।, তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। তবে তার জায়গা নিয়েই মূল চ্যালেঞ্জ। অমিত মূলত ওপেনার। সেখানে আগে থেকেই দলে আছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও জাকির হাসান। যদিও সামপ্রতিক সময়ে কারও পারফর্মেন্সই খুব একটা সন্তোষজনক নয়। তাতেও অবশ্য এবার তার কপাল খুলবে কিনা সেটা নিশ্চিত না।