খেলা
চলে যাচ্ছেন ডি ব্রুইন, যা বললেন গার্দিওলা
স্পোর্টস ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৪০ অপরাহ্ন

ম্যানচেস্টার সিটির সঙ্গে চলতি মৌসুম পর্যন্তই চুক্তি ছিল কেভিন ডি ব্রুইনের। গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই চুক্তি আর বাড়াতে চান না এই বেলজিয়ান তারকা। ইংলিশ জায়ান্টরাও তাদের মিডফিল্ডারকে নতুনভাবে রাখার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। শুক্রবার সেসব সত্যি করেই ইত্তিহাদ ছেড়ে যাবার ঘোষণা দেন ডি ব্রুইন। কোচ পেপ গার্দিওলা দিনটিকে অভিহিত করেছেন ‘কষ্টের দিন’ আখ্যা দিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই বিবৃতিতে ৩৩ বছর বয়সী এই ফুটবলার লেখেন, ‘প্রিয় ম্যানচেস্টার, এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী বলতে চাই। তাই সরাসরি জানাচ্ছি, ম্যানচেস্টার সিটিতে এই কয়েকটি মাসই আমার শেষ।’ এ সিদ্ধান্ত নিতে ব্রুইনকে কতটা আবেগতাড়িত হতে হয়েছে, সেটি তিনি লেখেন বিবৃতিতে। কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে গিয়ে লেখেন, “এই শহর আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে, সুরি, রোম, মেসন, মিশেল, আমি, আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। ‘ম্যানচেস্টার’ শুধু আমাদের সন্তানদের পাসপোর্টেই থাকবে না, থাকবে আমাদের হৃদয়ের গভীরে।” তিনি যোগ করেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সেরা অধ্যায়। আসুন আমরা বাকি সময়টুকু একসঙ্গে উপভোগ করি। অসংখ্য ভালোবাসা, কেবিডি। প্রিয় শিষ্যের চলে যাওয়াটাকে ‘কষ্টের দিন’ বলে আখ্যায়িত করেন কোচ পেপ গার্দিওলা। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি একটি কষ্টের দিন। শেষ দশকে আমাদের সাফল্যে তার অবদানের কথা আমাকে বলতে হবে না। তাকে ছাড়া এত কিছু কল্পনা করাও অসম্ভব। সিটিজেন বস যোগ করেন, ‘আমাদের এখনও ১০ ম্যাচ বাকি আছে, আশা করি ১১টি হবে। এর মধ্যে ৬টি ঘরের মাঠে, যেখানে আমরা সমর্থকদের সঙ্গে উপভোগ করতে পারব। এবং আমি নিশ্চিত যে এই ম্যাচগুলোয় সে তার প্রাপ্য ভালোবাসা ও সম্মান পাবে।’ ব্রুইনের জন্য সিটির দরজা সবসময় খোলা থাকবে জানিয়ে গার্দিওলা বলেন, ‘আমরা অনেক শিরোপা জিতেছি এবং প্রতিটিতে সে যুক্ত ছিল। এই ক্লাবের অংশ সে। বাকি জীবনে তার জন্য এই ক্লাবের দরজা সবসময় খোলা।’
২০১৫তে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে সাড়ে পাঁচ কোটি ইউরোতে ম্যান সিটিতে উড়ে আসেন কেভিন ডি ব্রুইন। সাফল্যে ভরা এক দশকে সিটিজেনদের হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লীগ, ৫টি লীগ কাপ, ২টি এফএ কাপ ও ১টি চ্যাম্পিয়নস লীগসহ মোট ১৬টি শিরোপা।