ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে গাছকাটা বন্ধ ও গাছ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর এডভোকেট শাহ শাহেদা আক্তার বলেছেন, মৌলভীবাজার জেলা সদরের বেশকিছু অংশে গাছকাটা হয়েছে। যে গাছকাটা হয়েছে সে গাছ আর জোড়া লাগানো সম্ভব নয়। যেটা আমরা করতে পারি না, সে ক্ষতি টা যেন আমরা না করি। যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা পুষিয়ে নেয়ার জন্য যে যে জায়গা খালি আছে এ খালি জায়গাগুলোতে দেশীয় প্রজাতির গাছ লাগানো এবং এই গাছগুলোকে যথাসময়ে পরিচর্যা করা। আমাদের দাবি থাকবে উন্নয়ন পরিকল্পনাকে অন্যভাবে সাজানোর জন্য। গাছগুলোকে  রেখে যেকোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেয়া হবে সকলের জন্য মঙ্গল। উন্নয়নের নামে আমরা যদি গাছগুলো কেটে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, আমাদের পৃথিবীটা দিন দিন উত্তপ্ত হচ্ছে। সেটা আমাদের নাগরিকদের জন্য মঙ্গল হবে না। বুধবার দুপুরে শহরের শাহ মোস্তফা সড়কের বেরীর লেইকের সামনে সচতেন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মৌলভীবাজারে গাছকাটা বন্ধ ও গাছ সংরক্ষণের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্য, কবি ও সংগঠক পুলক কান্তি ধর ও সংগীতশিল্পী সুরঞ্জিত সুরণ। মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল বলেন, বাংলাদেশ আজ বিপর্যস্ত পরিবেশের জন্য। সারা দেশে বৃক্ষ নির্বিচারে কাটা হচ্ছে, বিভিন্নভাবে নদী দখল হচ্ছে। পরিবেশের ক্ষতি হওয়ার কারণে জলবায়ুর বিশাল পরিবর্তন হয়েছে। যা আগামীতে আমাদের বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে মানবন্ধন শেষে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর এডভোকেট শাহ শাহেদা আক্তার এর নেতৃত্বে বেলা ও বাপার প্রতিনিধিদল মৌলভীবাজার সদরের আখাইলকুড়া ইউনিয়নের নতুন ব্রিজ এলাকা থেকে শহরতলীর বালিকান্দি খেয়াঘাট পর্যন্ত মনু নদীর পাড়ে যে গাছগুলো কাটা হয়েছে ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় প্রতিনিধিদল গাছকাটার চিত্র সরজমিন ঘুরে দেখেন। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর এডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, যেভাবে ৮ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল বিশাল গাছকাটা হয়েছে। তাতে এ চিত্র দেখে আমরা হতভাগ হয়েছি। এটি বন্ধ করতে হবে। আমরা বেলার পক্ষ থেকে সংশ্লিষ্টদের লিখিতভাবে জানতে চাইবো।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status