ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাথরঘাটার ৬ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ৬ জেলে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিএসএফ সদস্যরা এসব জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৯ সালের ২৫শে ডিসেম্বর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) থেকে তৌহিদুল ইসলামের মালিকানাধীন এফবি মারিয়া নামক একটি ট্রলার ছয় জেলেকে নিয়ে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যাত্রা শুরু করেন। কয়েক ঘণ্টা চালানোর পর ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি স্রোতে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যায়। ২০২০ সালের ৮ই জানুয়ারি ভারতের বন বিভাগ কর্মীরা অনুপ্রবেশের অপরাধে ট্রলারটিসহ ছয় জেলেকে মামলা দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ আদালতের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাড়ইপুর কারাগারে পাঠায়। আদালত ওই ছয় জেলেকে তিন বছরের সাজা দেন। চলতি বছরের ১৭ই আগস্ট ওই সাজা শেষ হয়। ফিরে আসা জেলেরা হলেন- পাথরঘাটার চরদুয়ানী এলাকার মো. বেল্লাল মাঝি, দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন, তালুকচরদুয়ানী গ্রামের মো. এমাদুল হক, একই এলাকার মো. শাহীন, জ্ঞানপাড়া গ্রামের আবদুল হক ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার চরখালী এলাকার ইমরান হোসেন। এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এসব জেলেরা ভারতের কারাগারে দুঃসহ জীবন কাটিয়েছেন। অনুপ্রবেশের দায়ে ৩ বছরের সাজা ভোগের মেয়াদ শেষ হলেও বেশিদিন কারাগারে বন্দি ছিলেন। জেলেরা ফিরে আসায় এখন দুশ্চিন্তামুক্ত হয়েছে পরিবার।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status