বাংলারজমিন
স্ত্রী’র মর্যাদার দাবিতে রংপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবারস্ত্রী’র মর্যাদার দাবিতে রংপুর পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। গতকাল দুপুরে রংপুর সিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন মর্জিনা বেগম মেরি।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৮ সালের জানুয়ারি মাসে ৫ লাখ এক হাজার এক টাকা দেনমোহরে মর্জিনা বেগমকে বিয়ে করেন ইউপি চেয়ারম্যান নুর আলম। বিয়ের পর থেকে মর্জিনা বেগমের কোনো খোঁজ নেন না ইউপি চেয়ারম্যান। স্ত্রীর মযার্দার দাবিতে মর্জিনা তার বাড়িতে গেলে চেয়ারম্যান নুর আলম তার প্রথম স্ত্রী ও সন্তানদের দিয়ে তাকে মারপিট করে আহত করেন। পরে মর্জিনার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিলে ইউপি চেয়ারম্যান নুর আলম ক্ষমা চেয়ে মর্জিনার সঙ্গে যোগাযোগ শুরু করে এবং স্ত্রীর মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দেন। এর দুই-তিন মাস না যেতেই আবারো মর্জিনাকে এড়িয়ে চলেন নুর আলম। সেইসঙ্গে মর্জিনাকে ডিভোর্স দিয়েছে বলে প্রচার করেন। সংবাদ সম্মেলনে মর্জিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি স্ত্রীর মর্যাদা দাবি করে ন্যায়বিচার চেয়েছেন।
এ ব্যাপারে কল্যাণী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া মর্জিনাকে মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার জন্যই তাকে বিয়ে করেছি। আর কীভাবে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, তা আমার জানা নেই।