বাংলারজমিন
রংপুরে এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবাররংপুরে জহির উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। জহির উদ্দিন রামচন্দ্রপুরের মৃত পশিন উল্লাহ’র ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় জহিরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মোন্তাছির বিল্লাহ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে।