বাংলারজমিন
কেরানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবারইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণে গতকাল কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রেজাউল করিম।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা কামাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।