বাংলারজমিন
সিরাজদিখানে অটো রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবারমুন্সীগঞ্জের সিরাজদিখানে অটো রিকশাচালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হত্যার মূলহোতা আপন মামাসহ তার সহযোগী আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে থানায় এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান ওসি মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত।
গত ২রা অক্টোবর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের খাসকান্দি রেলওয়ে রাস্তা সংলগ্ন পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি মো. নেকবর হোসেনের তার বয়স ২২ বছর। সে সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে এবং সে কোরআনে হাফেজ ছিলেন।
পুলিশ জানায়, তার মামা মোহাম্মদ জাবেদ (৩৭) চর গুলো পুলিয়া গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে। সে তার আপন ভাগিনাকে অটো রিকশা ছিনতাই করার উদ্দেশ্যে খুন করে। খুন করার সময় তাকে সহযোগিতা করে তারই পাশের বাড়ির মো. রেজাউল, সে চর গুলগুলিয়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতো। তার পিতার নাম আলী আকবর। এবং অটো রিকশাটি ৩৫ হাজার টাকায় একই উপজেলার কৃষ্ণনগর গ্রামে মৃত নুর ইসলামের ছেলে মো. শাহজালালের নিকট বিক্রি করেছিল। প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি টিম তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রসি ও অটো রিকশার বিভিন্ন পার্টস উদ্ধার করে। সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা রুজু হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।