ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

রাশিয়ান হ্যাকারদের দ্বারা সাইবার আক্রমণের শিকার বৃটিশ রাজপরিবারের ওয়েবসাইট

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৮ অপরাহ্ন

mzamin

সাইবার হামলার শিকার বৃটিশ রাজপরিবারের ওয়েবসাইট। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে , হ্যাকারদের  হামলার জেরে ওয়েবসাইটটি প্রায় দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। বৃটেনের সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে ঘণ্টা দেড়েক রাজপরিবারের ওয়েবসাইট খোলা  যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়।

royal. uk ওয়েবসাইটটি খোলার পর দেখা যাচ্ছিলো লেখা রয়েছে ''গেটওয়ে টাইম-আউট এরর কোড ৫০৪।'' স্কাই নিউজের হোস্ট ক্যারোলিন ডি রুসো বলেছেন, ''রয়্যাল ফ্যামিলির ওয়েবসাইটটি রাশিয়ান হ্যাকারদের দ্বারা লক্ষ্যবস্তু হওয়ার পরে ক্র্যাশ হয়েছে, হ্যাকাররা কথিত সোশ্যাল মিডিয়াতে হামলার দায় স্বীকার করেছে। যদি আপনি ওয়েবসাইটটি অ্যাক্সেস করার চেষ্টা করেন, আপনি একটি ত্রুটিপূর্ণ  বার্তা পাবেন। ''

সাইবার হামলার দায় স্বীকার করেছে রাশিয়ান হ্যাকার গ্রুপ কিলনেট। টেলিগ্রাম,  অ্যাপে শেয়ার করা একটি বার্তায়, হ্যাকার ওয়েবসাইটটিতে একটি লিঙ্ক যুক্ত করেছে যা যুক্তরাজ্য এবং কমনওয়েলথে রাজা, ফার্ম এবং রাজপরিবারের ভূমিকা সম্পর্কে তথ্য সরবরাহ করেছে। রুশ সাইবার গ্রুপ কিলনেট জানিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।’ যদিও এই আক্রমণগুলি বড় ক্ষতির কারণ হয় না, তবে এগুলি কয়েক ঘণ্টা বা এমনকি দিন স্থায়ী হতে পারে। তবে এর পেছনে তাদের হাত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়্যাল পরিবারের ওয়েবসাইট দুপুরের মধ্যে আবার চালু হয়ে যায়। Express.co.uk এর মতে, KillMilk হল রাশিয়ান হ্যাকটিভিস্ট DDoS যৌথ কিলনেটের নেতা। কিলনেট তার ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (DDoS) প্রচারণার জন্য পরিচিত এবং গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলি, বিশেষ করে ন্যাটো দেশগুলির বিরুদ্ধে অনুরূপ আক্রমণ শুরু করেছে। গত বছরের নভেম্বরে, ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটটিও একটি সাইবার হামলার শিকার হয়েছিল যার দায় নিয়েছিলো  কিলনেট।

সূত্র :  এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status