বাংলারজমিন
নগরকান্দায় জামাল হোসেনের প্রস্তুতি সভা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
(১১ মাস আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১০:৫৮ পূর্বাহ্ন
বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ওদের কোমর ভেঙে গিয়েছে, কোন আন্দোলনের সুযোগ তাদের নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
তিনি গতকাল (০৩ অক্টোবর) মঙ্গলবার বিকালে নগরকান্দার তালমা ইউনিয়নের কদমতলীর প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়ার বাড়িতে আওয়ামীলীগ আয়োজিত আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গার জনসভায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। তাই আওয়ামী লীগকে কোন ভয় দেখিয়ে লাভ নেই।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিয়া, নগরকান্দা পৌর আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল মাতুব্বর, কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা আক্তার, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, সাবেক ছাত্রলীগ সভাপতি মীর আলামিন সহ জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।