অনলাইন
ফেনীতে ঘরে আগুন, দগ্ধ দুই শিশুর মৃত্যু
ফেনী প্রতিনিধি
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৫ অপরাহ্ন

ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ মৃতের স্বজনদের।
বিরিঞ্চি ফকিরবাড়ি এলাকা থেকে দুই শিশুর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।
নিহতরা হলেন- ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম বিরিঞ্চি এলাকার পঁচি ফকিরবাড়ির মুহাম্মদ রনির ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬)।
নিহত শিশুদের বাবা রনি বলেন, পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুর্বৃত্তরা মঙ্গলবার রাত ২টার দিকে পেট্রোল দিয়ে তার ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
ফায়ারসার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর গৃহকর্তা রনির বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা। একপর্যায়ে রনির ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আগুন নেভাতে গিয়ে দেখা যায় ঘরটির প্রধান দরজার বাইরে থেকে রশি দিয়ে বেঁধে দেয়া ছিলো। এতে ধারণা করা হয়, হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা আগুন দেয়; আর ঘর থেকে যেন কেউ বের হতে না পারেন সেজন্য এমনটি করেছেন।
নিহত দুই শিশুর বাবা রনি আরও জানান, তাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার কিছুদিন আগে এক স্বজনের মৃতদেহ দাফন করতে গেলে এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই জনি ও আনোয়ার আমাদের দফায় দফায় দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ওই প্রতিবেশীরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। দুই সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছে তাদের মা।
এদিকে আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী আরও জানান, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।