খেলা
ভারত রিয়াদের কাছে সেকেন্ড হোম, কিছু বলতে চান না সাকিব
স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবারআগামীকাল পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। মূল আসরে মাঠে নামার আগে শেষ মুহূর্তের পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে দলগুলো। এরমধ্যে প্রত্যেক দল নিয়ে মিডিয়া ডে আয়োজন করেছিল আইসিসি। যেখানে নানা বিষয়ে ভারতকে নিজের সেকেন্ড হোম আখ্যা দেন বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ।
সোমবার মিডিয়া ডে’তে প্রত্যেক দলের ভিডিও প্রকাশ করে আইসিসি। ফেসবুকে দেওয়া বাংলাদেশের অংশে সবাইকে দারুণ উৎফুল্ল দেখা গেছে। নিজেদের মধ্যে রসিকতায় মেতে উঠেছিলেন ক্রিকেটাররা।
নাসুম আহমেদ ছিলেন উপস্থাপনার দায়িত্বে। সবার কাছে যাওয়ার আগে তার মুখে শোনা যায়, ‘খুবই টেনশন হচ্ছে, কারণ আমি এখন সাংবাদিক।’ বুম নিয়ে শুরুতেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে যান নাসুম। ভারতে খেলা নিয়ে জানতে চাইলে মিরাজ বলেন, ‘আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।’
মিরাজ কথা বলার সময় সেখানে হাজির হন নাজমুল হোসেন শান্ত। মিরাজের দিকে তাকিয়ে থেকে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। এ সময় মিরাজ বলে ওঠেন, ‘শান্ত এসেছে, সে আমাদের সহ অধিনায়ক।’
এরপর মাহমুদউল্লাহ রিয়াদের কাছে নাসুম। তখন নীচে বসে চা পান করছিলেন তিনি। রিয়াদকে বুম দেওয়ার আগে তাকে চা বানিয়ে খাওয়ানোর কথাও জানান নাসুম। আর রিয়াদ বলেন, ‘নাসুম খুবই ভালো চা বানায়। আমি গ্যারান্টি দিচ্ছি নাসুমের চা যে কারো থেকে সেরা।’
এরপর ভারতে খেলার অভিজ্ঞতা নিয়ে রিয়াদ বলেন, ‘ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার।’ এর মধ্যে তাসকিনের কাছে নাসুম জিজ্ঞাসা করেন ভারতীয় অভিনেতা শাহরুখ খানকে পছন্দ করেন কিনা। সঙ্গে সঙ্গে তাসকিন উত্তর দেন ‘ইয়েস।’
ভিডিওর শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে নাসুম গেলে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই।