ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান, তবে...’

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবার
mzamin

পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগটা জুড়ে আছে ওতপ্রোতভাবে। দলটি যেমন খালি চোখে কঠিন ম্যাচ জিততে পারে আবার একদম নিশ্চিত জেতা ম্যাচও হারতে পারে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নাসের হুসেইনের কণ্ঠে সেটাই শোনা গেলো। তার মতে, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান। 
তবে শুধু এটুকু বলেই থেমে যাননি নাসের। একটি ইউটিউব চ্যানেলে করা আলোচনায় তিনি আরও বলেন ডাচদের বিপক্ষে হারের পর বাকি দলগুলোর ধরাছোঁয়ার বাইরেও চলে যেতে বাবর আজমের দল।
নাসের বলেন, ‘পাকিস্তান এই টুর্নামেন্টে ভালো দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে করে দেখুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। এরপর বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠা পাকিস্তান রানার্সআপ হয়ে দেশে ফেরে। এবারের বিশ্বকাপ মাঠে গড়াবে ভারতে। আর সেখানকার কন্ডিশন অনুযায়ী প্রত্যাশিত রানের চেয়ে বেশি করে ফেললে পাকিস্তানে আটকানো যে কোনো দলের জন্য কঠিন হবে বলে মনে করেন নাসের।
তিনি বলেন, ‘তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে।’ আসরের দ্বিতীয় দিন ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status