অনলাইন
জিম্বাবুয়েতে বিমান দুর্ঘটনায় নিহত ভারতীয় ধনকুবের ও তার ছেলে
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

গত ২৯ সেপ্টেম্বর জিম্বাবুয়েতে একটি বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ছিলেন ভারতীয় ধনকুবের এবং খনি ব্যবসায়ী হারপাল রান্ধাওয়া এবং তার ২২ বছর বয়সী ছেলে আমের। পিটিআইয়ের প্রতিবেদনে একথা বলা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন তাদের ব্যক্তিগত বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের একটি হীরার খনির কাছে ভেঙে পড়ে।
উল্লেখযোগ্যভাবে, হারপাল রনধাওয়া রিওজিমের মালিক, একটি খনি কোম্পানির মালিক যেটি সোনা এবং কয়লা উত্তোলনের পাশাপাশি নিকেল এবং তামা পরিশোধন করে। রনধাওয়া ৪ বিলিয়ন ডলারের প্রাইভেট ইক্যুইটি ব্যবসা জিইএম হোল্ডিংসও প্রতিষ্ঠা করেছিলেন। মাইনিং টাইকুন এবং তার ছেলে রিওজিমের ব্যক্তিগত মালিকানাধীন সিসেনা ২০৬ বিমানে ভ্রমণ করছিলেন। তারা হারারে থেকে মুরোওয়া হীরার খনিতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। একক ইঞ্জিনযুক্ত বিমানটি মুরোওয়া ডায়মন্ডস খনির কাছে বিধ্বস্ত হয়, যেটির আংশিক মালিকানা রিওজিমের। দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু মারা যায়। রনধাওয়ার একজন বন্ধু, ফিল্মমেকার হোপওয়েল চিনোনো, এক্স-এ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং লিখেছেন, ''রিও জিমের মালিক হারপাল রনধাওয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, তিনি জেভিশাভেনে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। তার ছেলেসহ আরও ৫ জন এই দুর্ঘটনায় মারা যান, এই ফ্লাইটের একজন যাত্রীও বাঁচেননি।
এদিকে, স্থানীয় সম্প্রদায় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিমান দুর্ঘটনার পরের পরিস্থিতি পরিচালনা করতে একযোগে কাজ করছে।
সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]