প্রথম পাতা
আইফোন কিনতে বাসায় চুরির ঘটনায় কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারআইফোন কিনতে পরিবারের কাছে টাকা চেয়েছিলেন সতেরো বছর বয়সী কলেজ শিক্ষার্থী। কিন্তু টাকা দিতে রাজি হননি পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে চুরির পরিকল্পনা করেন। পরে আইফোন কেনার টাকা যোগার করতে বন্ধুকে নিয়ে অন্য একটি বাসায় চুরি করেন। গতকাল এ তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা সোনা ও নগদ টাকা। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ২৮শে সেপ্টেম্বর বিকালে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়।
পাঠকের মতামত
IPhone ! Samsung phone এ কাজ চলে না ? এই বিলাসিতাই বাংলাদেশের মানুষের চরিত্র হনন করছে । আমলা, নেতা, ছাত্র ও জনতার।
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]