প্রথম পাতা
আইফোন কিনতে বাসায় চুরির ঘটনায় কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারআইফোন কিনতে পরিবারের কাছে টাকা চেয়েছিলেন সতেরো বছর বয়সী কলেজ শিক্ষার্থী। কিন্তু টাকা দিতে রাজি হননি পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে চুরির পরিকল্পনা করেন। পরে আইফোন কেনার টাকা যোগার করতে বন্ধুকে নিয়ে অন্য একটি বাসায় চুরি করেন। গতকাল এ তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা সোনা ও নগদ টাকা। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ২৮শে সেপ্টেম্বর বিকালে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দু’জনকে শনাক্ত করা হয়। পরে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি সোনার ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা সোনা বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।