বাংলারজমিন
সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারসিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টায় নগরীর কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সবুজ মিয়া ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার পুত্র। দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) ও লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ এস আই জামাল উদ্দিন জানান, দক্ষিণ সুরমার কদমতলি থেকে পানবোঝাই করে একটি পিকআপ (সিলেট মেট্রো ন-১১-১৮৪৫) পাইকারি আড়ত কাজীরবাজারে আসছিল। পিকআপটি কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে আসামাত্র সড়কের ওপর থাকা ক্রসিং বারে লেগে সবুজ পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পিকআপের চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবুজ সেই পিকআপে পান ভর্তি ও নামিয়ে দেয়ার চুক্তি করেছিলেন। তাই কদমতলি থেকে তিনি পিকআপের উপরে করে কাজীরবাজার আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।