ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যুক্তরাজ্যের ক্যামডেন মেয়র নাজমা রহমানকে সংবর্ধনা দিলো সিসিক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
mzamin

লন্ডন বরো অব ক্যামডেনের নবনির্বাচিত মেয়র ও সিসিক কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদের স্ত্রী নাজমা রহমানকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। গত রোববার নগরের একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা দেয়া হয়। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।  সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, লন্ডনের সঙ্গে সিলেটের সর্ম্পক ঐতিহাসিক। সিলেট সিটি করপোরেশনকে একটি আধুনিক স্মার্ট জনবান্ধব নগরে রূপান্তরিত করতে আমরা নানা উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন করেছি। নগরের সার্বিক উন্নয়নে বহুমুখী অভিজ্ঞতা বিনিময়ে নাগরিক সেবার মান বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিভিন্ন সিটির সঙ্গে কাজ করছে সিসিক। এই ধারাবাহিকতায় লন্ডন বরো অব ক্যামডেন সিলেটের উন্নয়নে অংশীদার হবে প্রত্যাশা করি। সংবর্ধিত অতিথি, লন্ডন বরো অব ক্যামডেনের নবনির্বাচিত মেয়র নাজমা রহমান বলেন, লন্ডন বরো অব ক্যামডেনের মেয়র হলেও সিলেট আমার প্রাণের ঠিকানা। সিলেটের পর্যটন, শিক্ষা উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই লন্ডন বরো অব ক্যামডেন। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম ও নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর মোছা. হাজেরা বেগম। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আকতার কণা প্রমুখ।
সংরক্ষিত কাউন্সিলর রেবেকা বেগম, নবনির্বাচিত সাধারণ কাউন্সিলর ও নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলরগণ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমদ চৌধুরী, সহকারী প্রকৌশলী তানবির আহমদসহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status