বাংলারজমিন
নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাঁপ এলাকায় আয়োজিত নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ যুবকের মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল সিফাত নামে একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শ্যামনগর গ্রামের মো. মান্নানের ছেলে। এর আগে গত রোববার সকালে ওয়াসিম নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে সিফাতের লাশ কালীগঙ্গা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা ও স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ট্রলারটি এক সময় স্রোতে ডুবে যায়। এতে দুই যুবক নিখোঁজের খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রোববার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে পাতিলঝাপ বাজারের কিছুদূরে ইটভাটা থেকে মৃত অবস্থায় ওয়াসিমের লাশ উদ্ধার করে। নিখোঁজের দুইদিন পর গতকাল সিফাতের লাশ উদ্ধার করা হয়।