বাংলারজমিন
পার্বতীপুরে প্রতিবেশী বৃদ্ধকে পিটিয়ে হত্যা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারদিনাজপুরের পার্বতীপুরে বাড়ির সীমানায় ঘেরা দেয়া নিয়ে প্রতিবেশী বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, সোমবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের লক্ষ্মী হোসেনপুর গ্রামের আ. সোবাহান (৬৬) ও তার স্ত্রী নুর নাহার বেগম বাড়ির সীমানায় বাঁশের খুঁটি ও জাল দেয়া শুরু করলে প্রতিবেশী ছকবার আলীর স্ত্রী জাহানারা নুর নাহার বেগম (৫৫), তার পুত্র হাসিনুুর (৩০) ও কন্যা আরজিনা (২৬) বাধা ৮ দেয়। ফলে বৃদ্ধ সোবাহান ঘেরা না দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে বৃদ্ধ সোবাহান খুঁটি ও জাল নিতে যায়। এ সময় নুর নাহার ও তার পুত্র-কন্যা আ. সোবাহানকে মারপিট করতে থাকে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সাজেদা স্পেশাল মেডিকেল হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত বৃদ্ধ সোবাহানের পুত্র ফিরোজ বাবু বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠিয়েছে। আসামিরা পলাতক থাকায় কেউ গ্রেপ্তার হয়নি।