বাংলারজমিন
দামুড়হুদায় মেয়েকে হত্যা মামলায় পিতা গ্রেপ্তার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে নিজ মেয়ে মর্জিনা খাতুন (৩১)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় পিতা আজিজুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে ওই মামলা রেকর্ডের পর পরই উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর এলাকা থেকে অভিযুক্ত আজিজুল মণ্ডল (৬২)কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্ত আজিজুল মণ্ডল দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবিরের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ আসামি গ্রেপ্তার ও হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য মামলা রেকর্ডের ১ ঘণ্টার মধ্যে দামুড়হুদা থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মামলার আসামি আজিজুল মণ্ডলকে গ্রেপ্তার করে। পুলিশি নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ভিকটিম মর্জিনা খাতুন (৩১) গ্রেপ্তারকৃত আসামি আজিজুল মণ্ডলের কনিষ্ঠ কন্যা। এনজিও থেকে লোন তুলে কিস্তি পরিশোধ করা নিয়ে পারিবারিক কলহের জের ধরে আসামি নিজ কন্যা মর্জিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং নাতনি রেকসোনা (১২)কে কুপিয়ে গুরুতর জখম করে। রেকসোনা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকালে থানায় একটি পেনাল কোর্ড আইনের ধারায় ভিকটিমের মা সাইনা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা রেকর্ডের ১ ঘণ্টার মধ্যে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি আজিজুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যা কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।