বাংলারজমিন
বাজিতপুরে পাইপগান ও গুলিসহ ১৩ মামলার দুই আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি দেশীয় পাইপগান ও ৩ রাউন্ড রাবার কার্তুজসহ হালিম মিয়া (৪৫) ও আবু ছায়েদ (৪৬) নামে ১৩ মামলার ২ আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাহেরনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সজীব সাহা অভিজিৎ, এসআই দেলোয়ার হোসেন, এসআই মো. সোহেল রানা তালুকদার, এএসআই মো. আজিজুল শিকদার, এএসআই জিলানী মিয়া ও এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া ২ জনের মধ্যে হালিম মিয়া উপজেলার বাহেরনগর গ্রামের আবুল কাশেম ওরফে কাছুর ছেলে এবং আবু ছায়েদ একই উপজেলার আয়নারগোপ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাদের মধ্যে হালিম মিয়ার বিরুদ্ধে হত্যাসহ বাজিতপুর থানায় ১০টি ও কুলিয়ারচর থানায় একটি মামলা রয়েছে। অন্যদিকে আবু ছায়েদের বিরুদ্ধে বাজিতপুর ও ভৈরব থানায় ২টি মামলা রয়েছে।
বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া হালিম মিয়া ও আবু ছায়েদ উভয়েই দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা খুন, জখমসহ নানা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বাজিতপুরসহ অন্যান্য থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাহেরনগর এলাকায় অভিযান চালিয়ে হালিম মিয়া ও আবু ছায়েদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৩ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে করা হয়। এ ঘটনায় এসআই সজীব সাহা অভিজিৎ বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর গতকাল দুপুরে তাদের আদালতে চালান দেয়া হয়েছে।