বাংলারজমিন
ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারশেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর অটোচালক মো. আরব আলীর মরদেহ উদ্বার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সীমান্তবর্তী সড়ক থেকে লাশ উদ্ধার করা হয়। আরব উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে। গত শনিবার রাত ৮টার দিকে আরব বের হন। এরপর তাকে খোঁজ না পেয়ে তার পরিবার ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সকালে স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে পরিত্যক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। এ সময় নিহতের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন পাওয় যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম জানান, কোনো ছিনতাইকারী চক্র আরব আলীর অটোরিকশা ছিনতাই করতে এমন ঘটনা ঘটাতে পারে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।