বাংলারজমিন
দেশের বারোটা বেজে গেছে- চরমোনাই পীর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, সরকার ২০২৪ সালে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। দিনের ভোট রাতের বাক্সে ভরে অবৈধ নির্বাচন করা হয়েছে। আমরা আর বোকা হবো না। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে মুপাড়া এলাকার প্রধান সড়কে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে চরমোনাই পীর বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে আসেন, সুষ্ঠু নির্বাচন করবো। একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যাচার করেছেন। যারা ক্ষমতায় রয়েছে, তাদের হস্তক্ষেপ ভেঙে চুরমার করে দিবো।’ রেজাউল করীম বলেন, এমন একটা নির্বাচন হতে হবে, যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আমেরিকাও তাই বলছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলছেন, বিদেশিরা কেন হস্তক্ষেপ করছে, ভিসা স্যাংশন আসছে। তিনি বলেন, আজকে দেশের বারোটা বেজে গেছে। আমেরিকায় যদি গার্মেন্ট সেক্টর বন্ধ হয়ে যায়। আর আমাদের যারা আমেরিকায় আছে, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে পড়বে। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহাম্মাদ, যুগ্ম-মহাসচিব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. নেসারউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ কেএম বিল্লাল হোসেন প্রমুখ।