ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বিমানবন্দর চালু হলে কুমিল্লা বাণিজ্যিক হাব-এ রূপান্তরিত হবে: মনিরুল হক চৌধুরী

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা বিমানবন্দরটি দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে বিশেষ করে বাণিজ্যিক স্বাস্থ্যসেবা দুর্যোগের সময়ে ব্যবহারের জন্য কুমিল্লা বিমানবন্দর চালু হলে কুমিল্লা দক্ষিণ ও নোয়াখালী অঞ্চল এক বাণিজ্যিক হাব-এ রূপান্তর হবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। সংযোগ করা হলে উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব-এ রূপান্তরিত হয়ে যাবে। গতকাল কুমিল্লা সদর দক্ষিণ বিশ্বরোড নূরজাহান হোটেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজগঞ্জ চৌমুহনী টু নোয়াখালী চৌমুহনী সড়ক উন্নয়ন,  ফ্লাইওভার আন্ডারপাস, সার্ভিস লেন ও কুমিল্লা দক্ষিণের জনগণ নির্বিঘ্নভাবে শহরে চলাচল করার জন্যে প্রবেশ পথ নির্মাণ করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মনিরুল হক চৌধুরী বলেন, ২০১৮ সালে কুমিল্লা দক্ষিণের জনগণ কুমিল্লা শহরে প্রবেশ করতে কিছু সমস্যা আমার চোখে পড়েছিল। তখন বলেছিলাম, বেলতলী থেকে নূরজাহান হোটেল পর্যন্ত ফ্লাইওভার প্রয়োজন। তখন এটা অর্ধেক করে আর করেনি। টমসমব্রিজে আন্ডার পাস নির্মাণের জন্য রূপরেখা সবই হয়েছিল, পরে এটা আর হয়নি। এমনিভাবে বালুতুপা, কনেশতলা, সুয়াগাজী, পিপুলিয়া, বিজয়পুর, জেলখানা বাড়ি, আদিনা মুড়া সড়ক নির্মাণ করার বিষয়েও আমার প্রস্তাব ছিল। এগুলো এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ বাঁচিয়ে রাখলে এসবকিছু করেই যাবো।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি ইসমাঈল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূলইন উত্তরের সাবেক চেয়ারম্যান উমর ফারুক সুমন, আবুল খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওমর ফরুক চৌধুরী সুমন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status