বাংলারজমিন
দেড় মাসেও সন্ধান মেলেনি খুলনার ব্যবসায়ী নাজমুলের
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবারগত দেড় মাসেও খুলনা মহানগরীর আড়ংঘাটার মাছ ব্যবসায়ী নাজমুল (২৫) এর সন্ধান মেলেনি। এ ঘটনায় আড়ংঘাটা থানায় এখনো সাধারণ ডায়েরি করেনি তার পরিবার। তবে শোনা যাচ্ছে, তিনি আত্মগোপন করেছেন। তিনি নিখোঁজ নাকি আত্মগোপনে রয়েছেন বিষয়টি বর্তমানে আড়ংঘাটার বিভিন্ন চায়ের দোকানে সবার মুখে মুখে আলোচনার প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। নাজমুল শেখ আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা গ্রামের রাজ্জাক শেখ ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুল শেখ দেড় মাস আগে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেছেন তারা এখনো নাজমুল শেখের কোনো সন্ধান পাননি। নাজমুল শেখের মা নাজমা বেগম জানায়, বড় ছেলে নাজমুল শেখ আড়ংঘাটা বাইপাস মোড়ে মাছ ক্রয় এবং বিক্রয় করে থাকেন। প্রতিদিনের মতো গত ১৪ই আগস্ট সকালে মাছ কেনার জন্য আড়ংঘাটা বাইপাস মোড়ে যান বলে বাড়িতে থেকে জানায়। বাড়ি থেকে তিনি কিছু টাকা নিয়ে বের হন। দিন পেরিয়ে গেলে রাতে বাড়িতে না ফিরলে তার ফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এলাকাবাসী বলেন, পরিবারের সদস্যরা লোক দেখানো খোঁজাখুঁজি করলেও আড়ংঘাটা থানায় এখনো সাধারণ ডায়েরি করেনি। এদিকে নিখোঁজ অথবা আত্মগোপনে থাকা নাজমুলকে না পেয়ে চিন্তিত তার পরিবারের সবাই। নাজমুল শেখের পিতা আব্দুর রাজ্জাক জানান, কি কারণে নিখোঁজ বা আত্মগোপনে রয়েছেন তা এখনো জানি না। আমার জানা মতে সে কিছু টাকা দেনা আছে এবং নারীর প্রতি কোনো আসক্তি নেই। আমাদের বেশ কষ্টে দিন কাটছে। মা-ছোট ভাই নাজমুলের জন্য কান্নাকাটি করছে। তার ছেলের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. ওহিদুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় এখনো তার পরিবার লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।