বাংলারজমিন
কোম্পানীগঞ্জ ১৬২ শ্রমিক পরিবারকে অনুদান প্রদান
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবারকুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কোম্পানীগঞ্জ শাখার পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত, কন্যাদায়গ্রস্ত ও চিকিৎসা বাবদ ১৬২ জন শ্রমিক পরিবারকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার কোম্পানীগঞ্জ শাখা কার্যালয়ে শ্রমিক কল্যাণ তহবিল থেকে আনুষ্ঠানিকভাবে ওই অর্থ দেয়া হয়। পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখা সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অর্থ বিতারণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আবু তাহের, বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ শাখা সাধারণ সম্পাদক নসু মিয়া, সহ-সাধারণ সম্পাদক বশীর সরকার, মালিক সমিতির নেতা মোহন মিয়া, ইকবাল সরকার, শ্রমিক ইউনিয়নের সদস্য আবু তাহের, আবদুল কাদির ও আশরাফ মোল্লা প্রমুখ। আলোচনা সভায় ৭ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে ১ লাখ ৪০ হাজার টাকা ও কন্যাদায়গ্রস্ত ৫ শ্রমিক পরিবারকে ৩ হাজার টাকা করে ১৫ হাজার টাকা বিতারণ করেন। এ ছাড়া ১৫০ শ্রমিককে ৯০ হাজার টাকা চিকিৎসা বাবদ ভাতা প্রদান করা হয়েছে।