বাংলারজমিন
সিরাজদিখানে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে কর্মসূচির উদ্বোধন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবারমুন্সীগঞ্জের সিরাজদিখানে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ ‘প্রকল্পের আওতায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় লতাব্দী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা পরিদর্শক তদন্ত মোক্তার হোসেন, লতাব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ১লা অক্টোবর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে সকাল ৬টা থেকে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। ৪ মাস বা তদূর্ধ্ব বয়সী সম্পূর্ণ সুস্থ ছাগল ও ভেড়াকে এবং দুই মাস পর্যন্ত গর্ভবতী ছাগল ও ভেড়াকে এই টিকা বিনামূল্যে দেয়া হবে। ছাগল ও ভেড়াকে নির্ধারিত স্পটে নিজ দায়িত্বে নিয়ে এসে টিকা নেয়ার জন্য সংশ্লিষ্ট খামারিগণকে অনুরোধ করা হয়েছে। এছাড়া রোদের আলো ও তাপে ভ্যাকসিনের কার্যকারিতা হারায়, তাই দ্রুত সকালের মধ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।