বাংলারজমিন
উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বর কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবারমানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে চীনের জাতীয় দিবস উপলক্ষে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীনা সরকারি বাহিনীর বর্বর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সমান অধিকারের দাবিতে এক মানববন্ধন গতকাল বিকালে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, মাওলানা শিব্বির আলম খান, মাওলানা আফসারুল আমিন, প্রফেসর মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, আব্দুল্লাহ আল হেলাল, মাওলানা রুহুল আমীন প্রমুখ। মানববন্ধন শেষে এক বিশাল র্যালি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও র্যালিতে সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধনে চীনের উইঘুর মুসলমানদের নির্যাতন, হত্যা ও মানবাধিকার লংঘনের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ১লা অক্টোবর চীনের জাতীয় দিবস। কিন্তু দুঃখজনক হলেও সত্য চীনের উইঘুর সম্প্রদায়ের জন্য কোনো জাতীয় দিবস নয়। কারণ উইঘুর মুসলমানদের ওপর জিনজিয়াং প্রদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য চীন সরকার দায়ী। চীনের সরকারি বাহিনীর বিরুদ্ধে নির্যাতন, দুর্ব্যবহার, জোরপূর্বক চিকিৎসা গর্ভপাতসহ নানা অনিয়মের প্রমাণিক অভিযোগ রয়েছে।