বাংলারজমিন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবারমুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার ও ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট বিভাগের সমন্বয়ক সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে সংগ্রাম করেছেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেছেন। তিনি গতকাল নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান বিকাশ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত বিভুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহারিয়ার কবির সেলিম, মেট্রোপলিটন ল’ কলেজ সিলেটের অধ্যক্ষ এডভোকেট ড. এম শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিদ্যারত্ন রায়। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, প্রকৌশলী নিতাই চন্দ্র পাল, এডভোকেট পংকজ পাল, এডভোকেট শিশির কুমার রায়, শংকরী শ্যাম চৌধুরী, এডভোকেট বকুল দেব, হেমন্ত কুমার সরকার, আজিজুল হক রানা, বাপ্পা রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি দাস টুটুল, মো. আকতার হোসাইন, সমীরণ দাস, বিশ্বদীপ লাল দাস, অর্থ সম্পাদক নির্মলেন্দু দেব লিমন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার প্রমুখ।