বাংলারজমিন
বালাগঞ্জ থেকে চুরি হওয়া অটোরিকশা নবীগঞ্জ থেকে উদ্ধার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবারসিলেটের বালাগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের হাতে ৩ চোর গ্রেপ্তার হয়েছে। গত শনিবার অভিযানে বালাগঞ্জ থানা পুলিশ এ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। আটকরা হলেন- বালাগঞ্জ উপজেলার বিত্তনিয়া গ্রামের বসাই মিয়ার ছেলে মিছলু মিয়া, একই উপজেলার দক্ষিণ হরিশ্যাম গ্রামের নিয়াজ আলীর ছেলে আব্দুর রহিম ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বাকৈর গ্রামের মন্তাজ উল্লাহর ছেলে সিহাব উদ্দিন। জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার জানান, বালাগঞ্জের গৌরীপুর গ্রামের জাকির হোসেনের অটোরিকশা গত ১৭ই সেপ্টেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজারের পাশ থেকে চুরি হয়। এ ঘটনায় পরে থানায় মামলা দায়ের করেন জাকির। ঘটনার পরে থানা পুলিশ চোরদের ধরতে অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় বালাগঞ্জ কলেজ বাজার থেকে মিছলু মিয়া ও আব্দুর রহিমকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে নবীগঞ্জ থেকে অটোরিকশা ও চোর চক্রের আরেক সদস্য সিহাব উদ্দিনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জন জাকির হোসেনের অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে।