বাংলারজমিন
মৌলভীবাজারে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবারমৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে মৌলভীবাজারে গতকাল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ। এ সময় প্রশাাসক ড. ঊর্মি বিনতে সালাম বলেন প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে। যাদের শ্রম, মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছেন। তাদের প্রতি দায়িত্ব পালন আমাদের সবার নৈতিক কর্তব্য।