ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবার

জনবহুল ও শিল্পঘন গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন ও আইনশৃঙ্খলা রক্ষায়, সামনে জাতীয় পর্যায়ে বেশকিছু ইভেন্ট সামনে রেখে ও মাদক চোরাচালান রোধে বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করেছে র‌্যাব। গতকাল সকালে নগরের শিববাড়ি এলাকায় এ বিষয়ে ব্রিফিং করেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
তিনি বলেন, সামনে জাতীয় পর্যায়ে বেশকিছু ইভেন্ট ও দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে গাজীপুরের হাইওয়ে দিয়ে যেন কোনো ধরনের মাদক প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের টহল জোরদারসহ আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবো। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেলার মাওনা চৌরাস্তা ও শিববাড়ি এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এতে তল্লাশি ছাড়াও গোয়েন্দা নজরদারি থাকবে। ব্রিফিংয়ে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status