বাংলারজমিন
বকশীগঞ্জে বয়স্ক বিধবার জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবার
বকশীগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সী এক বিধবা জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার উপজেলার আইরমারী গ্রামের মৃত বাদশা আলীর বয়োবৃদ্ধ স্ত্রী মোসাঃ বেলুনী বেগম (৭০) প্রতিবেশীদের নির্যাতন থেকে রেহাই পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বৃদ্ধ বেলুনী অভিযোগ করে বলেন, তার পার্শ্ববর্তী বাড়ির মৃত ছলি বেপারীর ছেলে ডাক্তার আলী, সুজন, সুমন ও ডাক্তার আলীর স্ত্রী হেলেনা তাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে নাজেহাল করে আসছে। গত ২২শে সেপ্টেম্বর বৃদ্ধা বেলুনীকে ব্যাপক মারধর করে জখম করে। বিগত দিনে তার ৩টি ছাগল নিরুদ্দেশ করেছে। বৃদ্ধা বেলুনী থানায় অভিযোগ দায়ের করলে তার ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। হতদরিদ্র অসহায় বৃদ্ধা বেলুনীর ২ ছেলে ও ১ মেয়ে বিয়ে করে পৃথক জায়গায় সন্তানাদি নিয়ে বসবাস করছে। বৃদ্ধা বেলুনী একা বাড়িতে বসবাস করে অতিকষ্টে দিনাতিপাত করছে। ডাক্তার আলীরা তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য নানাভাবে নাজেহাল করে আসছে। ভুক্তভোগী বৃদ্ধা তার জীবনের নিরাপত্তা ও বাড়ি-ভিটা রক্ষার জন্য সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানান সংবাদ সম্মেলনে।