বাংলারজমিন
মাছ বিক্রির টাকা চাওয়ায় ...
তালতলী (বরগুনা) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবার
বরগুনার তালতলীতে পাওনা টাকা চাওয়ায় মো. শুক্কর মোল্লা (৩২) নামের এক মাছ বিক্রেতাকে চুল কাটার কাচি ঢুকিয়ে দিলো দেনাদার প্রেমাই শীল। শুক্কুরকে গুরুতর অবস্থার বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। রোববার দুপুরে উপজেলা শহরের বড়বগী ইউনিয়ন পরিষদের সামনে একটি সেলুনের ভেতরে এ ঘটনা ঘটে। মো. শুক্কর মোল্লা খুলনা জেলার লাকুটিয়া এলাকার ইলিয়াস মোল্লার ছেলে। জানা যায়, প্রতি বছর বর্ষা মৌসুমে খুলনা থেকে মো. শুক্কর মোল্লা দেশীয় প্রজাতির মাছের পোনা এনে তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। তার কাছ থেকে সেই মাছের পোনা উপজেলার ঠংপাড়া এলাকার গৌরঙ্গ শীলের ছেলে প্রেমাই শীল ক্রয় করে তার পুকুরে ফেলেন। এতে ৫০০ টাকা বাকি রাখেন সে। সেই পাওনা টাকা গতকাল পরিশোধ করার কথা ছিল। তাই পাওনা টাকা চাইতে দুপুরে প্রেমাই শীলের ব্যবসা প্রতিষ্ঠান সেলুনে আসেন শুক্কুর। এ সময় টাকা নিয়ে ২ জনের ভেতরে কথার কাটাকাটি হয়। পরে প্রেমাই শীল ক্ষুব্ধ হয়ে টাকা দেবে না বলে শুক্কুরকে হুমকি দেন। এ নিয়ে আরও বিপত্তি বাধলে প্রেমাইর হাতে থাকা চুল কাটার কাচি শুক্কুরের পেটে ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর থেকেই প্রেমাই শীল পলাতক রয়েছেন। শুক্কুরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তিনি বক্তব্য দিতে পারেননি। তালতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজনীন জাহান বলেন, আহত শুক্কুরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বরিশাল পাঠিয়ে দেয়া হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিলেও চুল কাটার কাচি পেটের ভেতরে কতোটুকু গেছে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।