বাংলারজমিন
গোয়ালন্দে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবার
যত্রতত্র ড্রেজার দিয়ে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তা মানা হচ্ছে না। উপজেলার দেব্রগ্রাম ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে স্থানীয় প্রায় ১০০ বিঘা ফসলি জমিতে দেখা দিয়েছে ভাঙন। শুধু দেব্রগ্রাম নয়, উপজেলার উজানচর, মাল্লাপট্রি ব্রিজ, দৌলতদিয়া মরা পদ্মা, কাটাখালির অন্তর মোড়, ছোট ভাগলাসহ একাধিক স্থানে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি প্রভাবশালী হওয়ায় ও প্রাণনাশের ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করা তো দূরের কথা, তাদের সঙ্গে কথা বলার মতো সাহস পায় না। আর অভিযুক্ত মো. মফি মানবজমিনকে দম্ভ করে বলেন, আইন আমার কাছে কোনো বিষয়ই না। আমি ৫ বছর ধরে সবাইকে ম্যানেজ করে বালু উত্তোলন করছি, বিক্রি করছি। তিনি বলেন, আইন থাকবে কাগজে-কলমে আর কাজ চলবে মাঠে। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক আবু কায়সার খানকে মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।