ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কপোতাক্ষের ভাঙনে ভাসছে জেলে পল্লী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবার
mzamin

কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙনে পাইকগাছার হিতামপুর মালোপাড়ার ঘরবাড়ি, গাছপালা ও জমি নদগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত শনিবার দুপুরে নদের বেড়িবাঁধ ভেঙে প্রায় অর্ধশত ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও পুকুর তলিয়ে যায়। কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙন এলাকা ও প্লাবিত মালোপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন পরিদর্শন করেছেন। এ সময় পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দীন বুলু, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন বলেন, ভাঙন এলাকায় কাজের জন্য ঠিকাদার নিয়োগ হয়েছে। আপৎকালীন জরুরি ব্যবস্থা হিসেবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নদের ভাঙন রোধ করতে বাঁশ, বালি, বস্তাসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে রাতের জোয়ারের আগে প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদের তীব্র স্রোতের টানে ভয়াবহ ভাঙনের কবলে পড়ে মালোপাড়া এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন। ভাঙন এলাকার কিছু কিছু ঘরে নিচের অর্ধেক মাটি নদে ধসে পড়েছে। ঘরগুলো নদের উপর ঝুলছে। যেকোনো সময় নদ গর্ভে ভেঙে পড়তে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে রাস্তাসহ বাকি পরিবারের ঘরবাড়ি এবং ফসলি জমি বিলীন হয়ে যাবে। মালোপাড়া গিয়ে দেখা যায়, একটি মন্দির ও প্রায় ৫০টি পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। বিগত কয়েক বছর ভাঙনের তীব্রতা না থাকলেও গত বছর থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙনকবলিত মালোপাড়ার রঞ্জিত বিশ্বাস, নিমাই বিশ্বাস, প্রভাষ বিশ্বাস, রবিন বিশ্বাস, সুভাষ বিশ্বাস, সাধন বিশ্বাস, বাসুদেব বিশ্বাস, লালু বিশ্বাস, নলিনা বিশ্বাস, ভাদু বিশ্বাস, বিরেন্দ্র বিশ্বাস, সুরঞ্জন বিশ্বাস, সুশান্ত বিশ্বাস বিশ্বাসদের পরিবারগুলো চরম আতঙ্কে রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছার সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজু হাওলাদার বলেন, ভাঙন রোধ করতে আমরা বালির বস্তা দিয়েছি। হিতামপুর মালোপাড়ার কপোতাক্ষ নদের ভাঙন এলাকার কাজ শুরু হবে। ঠিকাদার নিয়োগ হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status