ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিএনপি নেতা হাসান সরকারের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্ট, টঙ্গী থেকে

(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৯ অপরাহ্ন

mzamin

 বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া (৬৯) গত রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে, বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শারীরিক দুর্বলতাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত বুধবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীনে অবস্থার শনিবার রাত ১২টায় তার মৃত্যু হয়। আজ রোববার বাদ জোহর তাঁর বাড়ির টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে নামাজে জানাযা শেষে লাশ স্থানীয় বড় দেওড়া রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালীমুল্লা ইকবাল, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status