অনলাইন
ঢাবি’র আইন বিভাগে ফল প্রকাশ না করে পরবর্তী বর্ষের পরীক্ষা
শিক্ষার্থীরা দাবি জানালে আমরা অবশ্যই বিষয়টি বিবেচনায় নেব: চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় রিপোর্টার:
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বর্ষ ফাইনালের ফলাফল প্রকাশ না করেই পরবর্তী বর্ষের ইনকোর্স পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, শেষ হওয়ার চার মাস পরে হলেও ইয়ার ফাইনালের ফলাফল না দেয়ায় তারা এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন। তাদের অনেকে এক বা একাধিক বিষয়ে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন। সেটি হলে পরের বর্ষের ইনকোর্স পরীক্ষাতে অংশগ্রহণ তাদের জন্য হবে একেবারেই অর্থহীন। অনেকে আবার মানোন্নয়ন পরীক্ষা দেয়ার কথাও ভাবছেন। সবদিক বিবেচনায় নিয়ে তারা ইনকোর্স পরীক্ষা স্থগিত করে আগের বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ঘোষিত ইনকোর্স পরীক্ষা পেছাতে আজ রোববার বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
যোগাযোগ করা হলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল মানবজমিনকে বলেন, আগে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে বিভাগের কোনো স্বার্থ নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় আমরা দ্রুত একাডেমিক পরীক্ষাগুলো শেষ করার উদ্যোগ নিয়েছিলাম। পরীক্ষার রেজাল্ট আমরা খুব দ্রুতই প্রকাশ করবো। ফলাফল প্রকাশের আগে পরের বর্ষের পরীক্ষায় বসলে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা কোনো ভোগান্তিতে পড়বেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪ তারিখ যে পরীক্ষা শুরু হবে সেটি হচ্ছে মাত্র ১০ মার্কের ইনকোর্স পরীক্ষা। এটাতে অংশগ্রহণের পরেও কেউ যদি ইয়ার ফাইনালের রেজাল্টে কোনো বিষয়ে খারাপ করে তাহলে তার সমস্যায় পড়ার তো কোনো কথা না। শুধু ওই বিষয়ে তার আবার ফাইনাল পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। আগের বছরের ইনকোর্স, মিডটার্মে প্রাপ্ত নাম্বার তার যোগ হয়ে যাবে। অবশ্য তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই আমরা একাডেমিক কার্যক্রম পরিচালনা করি। তারা যদি দাবি জানায়, আমি আমার সহকর্মীদের বিষয়টি (পরীক্ষা পেছানোর) বিবেচনায় নেয়ার অনুরোধ করবো।