বাংলারজমিন
রোগী দেখার সময় চেম্বারেই মারা গেলেন ডাক্তার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১ অক্টোবর ২০২৩, রবিবার
মৌলভীবাজারের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেলোয়ার হোসেন আর নেই। তিনি গত শুক্রবার নিজ চেম্বারেই রোগী দেখার সময় হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এর কিছুক্ষণ পর পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিইন)। রোগীর স্বজনরা জানান, ওইদিন ডাক্তার দেলোয়ার হোসেনকে দেখাতে তার চেম্বারে তারা সিরিয়াল নিয়ে অপেক্ষা করছিলেন। আবার অনেকেই রোগী দেখিয়েছেনও। তাদের অপেক্ষারত অবস্থায় জানানো হয় তিনি আর বেঁচে নেই। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে তার চেম্বার এলাকায়। জানা যায়, তিনি মৌলভীবাজার শহরের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি হঠাৎ বুকে ব্যথায় অস্বস্তি বোধ করলে ইকো ও ইসিজি করান। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পার্শ্ববর্তী লাইফ লাইন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাকে সিপিআরসহ হার্ট অ্যাটাকের চিকিৎসা দেয়া হয়।
বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হঠাৎ তার মৃত্যুর খবরে মৌলভীবাজার শহরের তার সহকর্মী চিকিৎসকেরা একনজর দেখতে লাইফ লাইন হাসপাতালে ছুটে আসেন। জানা যায়, মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তার এক ছেলে ডাক্তার। তার স্ত্রী এবং ছেলেরা ঢাকায় বসবাস করেন। মরহুমের লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই জানাজা শেষে দাফন করা হয়। ডাক্তার দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক এবং সাবেক অধ্যাপক। বর্তমানে তিনি ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালেও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি মৌলভীবাজার হেলথ এইড হাসপাতালে চেম্বার করতেন। তিনি মৌলভীবাজারের একজন জনপ্রিয় শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।