বাংলারজমিন
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পতিতাবৃত্তি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দম্পতি আটক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারচট্টগ্রাম নগরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পতিতাবৃত্তিতে নিয়োজিত করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক দম্পতিকে ১৩ বছর আত্মগোপনে থাকার পর আটক করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযানে র্যাব-৭ এর একটি টিম নগরের মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুরের শাহরাস্তি থানার মালুরা এলাকার মৃত ইসলাম ভূঁইয়ার পুত্র শুক্কুর (৫০) ও তার স্ত্রী কয়ৈতা বেগম (শেফালী) (৪৫)। তারা পাঁচলাইশ থানা এলাকায় বসবাস করতেন। গতকাল সকালে র্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ভুক্তভোগী (১৯) একজন গার্মেন্টকর্মী এবং নগরীর পাঁচলাইশ এলাকায় তার মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। কর্মস্থলে আসা-যাওয়াকালীন বখাটে সিদ্দিক (ডিবি সিদ্দিক) তার বন্ধুদের নিয়ে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। পরবর্তীতে বখাটে সিদ্দিক বিবাহ করবে বলে আশ্বস্ত করে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০১০ সালের ১৩ই অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে আব্দুর শুক্কুর ও কয়ৈতা বেগমের সহযোগিতায় বখাটে সিদ্দিক বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মোহাম্মদপুরস্থ একটি বাসায় নিয়ে যায়। বাসায় সিদ্দিকের পরিবারের কোনো সদস্যকে দেখতে না পেয়ে কারণ জিজ্ঞাসা করলে ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের প্রস্তুতির কথা বলে পতিতাবৃত্তির উদ্দেশ্যে দীর্ঘদিন আটকে রেখে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা সেই বছরের অক্টোবর মাসে বাদী হয়ে পাঁচলাইশ থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্নস্থানে পালাতে থাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়। আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]