বাংলারজমিন
গোলাপগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারগোলাপগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাজেদ আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মাজেদ আহমদ পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাজেদ আহমদ আনা মিয়ার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে অসাবধানতাবশত মাজেদ আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাদেশ্বর কুশিয়ারা ক্লিনিকে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।